রাজশাহীর বরেন্দ্র অঞ্চল তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার আইড়া গ্রামে শীত মৌসুমে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপের সাপলাই পানি উপর নির্ভরতা এ গ্রাম গত ১০ দিনের বেশি সময় ধরে গভীর নলকূপে শুধু মিটার নষ্টের অজুহাতে বন্ধ রয়েছে। সে কারণেই আইড়া গ্রামে প্রায় ৫২ পরিবার খাওয়ার পানির ব্যাপক সংকটে পড়েছে। এসব পরিবারের লোকজন এক কিলোমিটার পার্শে গ্রাম থেকে অল্প পরিসরে পানি এনে জীবন জাপন করছে,কেউ পুকুরে পানি ফুটিয়ে রান্নাসহ অন্য অন্য কাজকর্ম সারছে। স্থানীয়দের অভিযোগ, নতুন মিটারের টাকা স্থানীয়দের কাছে থেকে নেয়ার জন্য গভীর নলকূপ অপরেটর দেবান্দ চন্দ্র বর্মন ইচ্ছাকৃত ভাবে ঠিক করছে না। পানির অভাবে গ্রামের ৫২ পরিবারের প্রায় চার থেকে ৫০০ জন্য মানুষ ভাল ভাবে গোসল,খাওয়া সারতে পারছে না। অল্পকিছু পানী নারীরা পার্শের গ্রাম থেকে এনে খাচ্ছে, অনেকে পুকুরের পানি ব্যবহার করছে। তবে সে অভিযোগ অস্কীকার করে নলকূপ অপরেটর দেবান্দন জানান,মিটার পুড়ে যাওয়া পর পরই বিএমডিএ অবহিত করা হয়েছে। এটি বিএমডির ব্যাপার বলে জানান তিনি। বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান,আইড়া গ্রামের গভীর নলকূপের নতুন মিটার পল্লী বিদুৎ অফিস কে লাগানোর জন্য দেয়া হয়েছে। আজ কালের মধ্যে সময় মত তারা লাগিয়ে দিবে। পল্লী বিদুৎ তানোর জোনের সহকারী প্রকৌশলী নজরুল ইসালাম জানান,বিএমডিএ কাজ থেকে মিটার লাগানোর অনুমতি পাওয়া গেছে। যে কোন সময় গভীর নলকুপে মিটার স্থাপন করা হবে।